• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বন্ধুত্বের বন্ধন সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশ:  ০৭ জুলাই ২০২৪, ১৩:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

৬ জুলাই শনিবার চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বন্ধুত্বের বন্ধন সামাজিক সংগঠনের পক্ষ হতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন। তিনি তাঁর বক্তব্যে প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা লাগানোর অনুরোধ করেন এবং বন্ধুত্বের বন্ধন সামাজিক সংগঠনের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল্লাহ পাটোয়ারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মালেক বেপারী। অতিথিরা তাঁদের বক্তব্যে বৃক্ষের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং গাছের নানা বিধ উপকারিতা সম্পর্কে আলোচনা করেন।

বন্ধুত্বের বন্ধন সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ রাসেল পাটোয়ারী, সাধারণ সম্পাদক ওমর ফারুক বেপারীসহ সংগঠনের অনেক নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সহস্রাধিক ছাত্র-ছাত্রীর উপস্থিতি ছাড়াও  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরাও অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত