• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সড়ক দুর্ঘটনায় নিহত ইমাম পরিবারকে পুলিশের আর্থিক সহায়তা

প্রকাশ:  ০৭ জুলাই ২০২৪, ০৯:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমামের পরিবারকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আবদুস সালাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ২৪ জুন ২০২৪ খ্রিঃ তারিখে মৃত্যুবরণ করায় মরহুমের পরিবারকে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম কর্তৃক বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার ৬ জুলাই মরহুমের পরিবারকে আইজিপির ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা হস্তান্তর করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার  মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)। এ সময় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পুলিশ সুপার  বলেন, "মরহুমের এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রয়েছে।" মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পুলিশ সুপার তাদেরকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত