• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর রোটারী ক্লাবের নতুন কমিটি গঠন

প্রেসিডেন্ট রোটাঃ অ্যাড. নজরুল ইসলাম, সেক্রেটারী রোটাঃ মাহাবুবুর রহমান সুমন

প্রকাশ:  ৩০ জুন ২০২৪, ০৯:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৪-২৫ রোটারী বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির নবাগত প্রেসিডেন্ট রোটা. অ্যাড. মোঃ নজরুল ইসলাম পিএইচএফ ও সেক্রেটারী রোটা. মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ, এমসি। এই কমিটি ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যরা হলেন-আইপিপি রোটা. অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৫-২৬) রোটা. মো. মোস্তফা (ফুল মিয়া) পিএইচএফ, সহ-সভাপতি রোটা. অ্যাড. পলাশ মজুমদার আরএফএসএম, রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়া আরএফএসএম, রোটা. উজ্জল হোসাইন আরএফএসএম, সেক্রেটারী ইলেক্ট (২০২৫-২৬) রোটা. নাজিমুল ইসলাম এমিল, জয়েন্ট সেক্রেটারী রোটা. মো. রফিকুল ইসলাম, রোটা. গোপাল চন্দ্র সাহা পিএইচএফ, রোটা. শাহিন আক্তার ও হাবিবুর রহমান পাটোয়ারী পিএইচএফ, ট্রেজারার রোটা. সাব্বির আজম আরএফএসএম, ডিরেক্টর (ক্লাব সার্ভিস) রোটা. অ্যাড. মো. শাহাদাত হোসেন আরএফএসএম, ডিরেক্টর (ভোকেশনাল সার্ভিস) রোটা. কাজী মিজানুর রহমান আরএফএসএম, ডিরেক্টর (কমিউনিটি সার্ভিস) মুক্তিযোদ্ধা রোটা. মো. মহসিন পাঠান আরএফএসএম, ডিরেক্টর (ইন্টারন্যাশনাল সার্ভিস) রোটা. সঞ্জয় কুমার অধিকারী আরএফএসএম, ডিরেক্টর (ইয়ূথ সার্ভিস) রোটা. জুয়েল হাসান আরএফএসএম, বুলেটিন এডিটর রোটা. মো. কবির হোসেন খান আরএফএসএম, জয়েন্ট বুলেটিন এডিটর রোটা. কাজী মইনুল হক জীবন আরএফএসএম, চীফ সার্জেন্ট-অ্যাট-আর্মস রোটা. রোটা. মো. সাইফুল ইসলাম আরএফএসএম, সার্জেন্ট-অ্যাট-আর্মস্ রোটা. মো. রেদওয়ান রহমত উল্লাহ সম্রাট আরএফএসএম, মানিক লাল দেবনাথ আরএফএসএম ও রোটা. মো. মাইনুদ্দিন আরএফএসএম।
উল্লেখ্য, ১৯৭০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাব প্রতিষ্ঠিত হয়। সেসময় চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট হিসেবে মরহুম ডা. নূরুর রহমান এবং চার্টার সেক্রেটারী হিসেবে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক মরহুম প্রফেসর জালাল ইউ. আহমেদ দায়িত্ব পালন করেন। প্রতি বছরই পালবদলের মাধ্যমে চাঁদপুরের বিশিষ্টজনরা এই ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন।

সর্বাধিক পঠিত