আমরা যতবেশি সচেতন হবো, অনিয়ম হয়রানি ততবেশি লাঘব হবে
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। ৮ জুন শনিবার ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসে ১৪ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচিতে শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি, ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত যে কোনো সেবা কিভাবে গ্রহণ করতে পারবেন সে বিষয়ে জানানো হবে। জমি সংক্রান্ত সমস্যাগুলো, ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে ২য় প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও ভূমি কর আদায় বিষয়ে ভূমি অফিস সার্বক্ষণিক সেবা দিবে। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের জনগণকে সচেতন হতে হবে। আমরা যতবেশি সচেতন হবো, অনিয়ম, হয়রানিও ততবেশি লাঘব হবে। আগামী সোমবার ফরিদগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। আমরা সকলকে এই মেলায় আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এখানে এসে ভূমি অফিসের সেবার কাজটি বুঝে নিবেন। যাতে ভবিষ্যতে আপনারা ভূমি সংক্রান্ত সমস্যা সহজেই মেটাতে পারেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির নূরে আলম, সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, পৌর ভূমি ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী, অফিস সহকারী মাসুম খান, আব্দুল আজিজ, রাশেদ প্রমুখ। আলোচনা শেষে মাত্র ১৫ দিনের মধ্যে ই-নামজারি সম্পন্ন হওয়া কয়েকটি খতিয়ান আবেদনকারীদের কাছে হস্তান্তর করা হয়।