• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আজ চাঁদপুর আসছেন

প্রকাশ:  ১৩ মে ২০২৪, ১২:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আজ চাঁদপুর সফরে আসছেন। এদিন সকাল ৭টায় তিনি ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত থাকবেন। দুপুর আড়াইটায় চাঁদপুর শহরের বড় স্টেশনে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক শহর রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর সাড়ে ৩টায় চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন। ১২ মে (রোববার) সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সর্বাধিক পঠিত