মতলব দক্ষিণে উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে দোয়াত-কলম প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল মোস্তফা তালুকদার। তিনি ভোট পেয়েছেন ১৬ হাজার ৯শ’ ১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকে সৈয়দ মনজুর হোসেন পেয়েছেন ১৬ হাজার ১শ’ ১৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে বিএইচএম কবির আহমেদ পেয়েছেন ১৩ হাজার ৩শ’ ৬১ ভোট।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের নির্বাচন ৮ মে মতলব দক্ষিণ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট বৈধ ভোটের সংখ্যা ৪৬ হাজার ৩শ’ ৮৭ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ১শত ৮ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৬ হাজার ৪শত ৯৫ ভোট। শতকরা হার ২৩.৬০%।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে নাজমা আক্তার আসমা পেয়েছেন ২৩ হাজার ২শ’ ৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহিনুর বেগম পেয়েছেন ২৩ হাজার ২২ ভোট।
মোট বৈধ ভোটের সংখ্যা ৪৬ হাজার ২৩শ’ ৬৭ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ২শ’ ২৮ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৬ হাজার ৪শ’ ৯৫ ভোট। শতকরা হার ২৩.৬০%।