• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতীয় আইনগত সহায়তা দিবসের র‌্যালি ও সভা

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৪, ০৯:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে   আজ  ২৮  এপ্রিল রোববার চাঁদপুরে  অনুষ্ঠিত হবে জাতীয় আইনগত সহায়তা  দিবস। জেলা লিগ্যাল এইড অফিস চাঁদপুরের আয়োজনে এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র‌্যালি, লিগ্যাল এইড মেলার উদ্বোধন, আলোচনা  সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল সোয়া ৮টায় জেলা জজ আদালত চত্বর থেকে শুরু হবে বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিতে অংশ নিবে বিচারক,  আইনজীবী ও লিগ্যাল এইডের বিচারপ্রার্থীসহ অন্যরা।

জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সারাদেশে একই দিনে দিবসটি পালন করা হচ্ছে। লিগ্যাল এইডের কর্মসূচিতে আমন্ত্রিতদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সারোয়ার জাহান।

 

সর্বাধিক পঠিত