• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের নববর্ষ পালন

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৪, ০৯:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে একমাত্র আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখা নববর্ষ পালন করেছে। উৎসবমূখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হয়। ১৪ এপ্রিল রোববার সকাল সাড়ে ৮টায় সংগঠনের সদস্যরা নানা রঙে সজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব ডাকাতিয়ার পাড়ে শেষ হয়।

এরপর ডাকাতিয়ার পাড়ে বৈশাখী মেলায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রথমে জাতীয় সংগীত এবং এরপরে ‘ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখা শোভাযাত্রায় দ্বিতীয় হয়।

উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মীরা রায় চৌধুরী, সহ-সভাপতি কেএম মাসুদ, রোটাঃ উজ্জ্বল হোসাই, রুমা মুজিব, খোদেজা মাহবুব, সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, কার্যকরী সদস্য মাহমুদা খানম, সিগমা আহসান কনক, আলমগীর হোসেন পাটওয়ারীসহ সংগঠনের শিল্পী ও কলাকৌশলীবৃন্দ।

সর্বাধিক পঠিত