• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পেল ঈদ উপহার

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০২৪, ১১:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রতিষ্ঠিত চাঁদপুরে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ১শ’ ২৪ জন শিক্ষার্থীর ঈদের আনন্দ বাড়াতে দেয়া হয়েছে উপহার। আর এই মহতী কাজটি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। সোমবার (৮ এপ্রিল) বেলায় সাড়ে ১১টায় শহরের উত্তর শ্রীরামদী বড় স্টেশন রেলওয়ে মাদ্রাসা রোড বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষক ব্যক্তিগত তহবিল থেকে এতিমসহ এসব শিক্ষার্থীদের অভিভাবকের হাতে ঈদ উপহার হিসেবে নগদ ৫০০ টাকা করে প্রদান করেন।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা নিউজ টোয়েন্টিফোর চাঁদপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলম, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ মনির হোসেন ও দৈনিক মেঘনা বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার মাসুদ রানা।

উপহার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক সেলিনা আক্তার, তাসনুবা রহমান তন্নি ও ফাতেমা রোকসানা। প্রধান শিক্ষক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব শিশু ও তাদের পরিবারের পাশে সব সময় থাকেন। তাদেরকে সমাজের মূলধারার সাথে প্রতিযোগিতায় নিয়ে আসতে তার এই প্রচেষ্টা। তারা যাতে কোনভাবেই পড়া লেখা বন্ধ করে না দেন এই বিষয়ে প্রধান শিক্ষক উপস্থিত অভিভাবকদের উৎসাহ এবং সাহস দেন।

সর্বাধিক পঠিত