• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সাহিত্য সমাজের আয়োজনে ইফতার

প্রকাশ:  ৩০ মার্চ ২০২৪, ২২:১৭
প্রেস বিজ্ঞপ্তি
প্রিন্ট
৩০ মার্চ শনিবার চাঁদপুর সাহিত্য সমাজের আয়োজনে লেখকদের সম্মানে ইফতার সম্পন্ন হয়েছে। লেখক ও সংগঠক উজ্জ্বল হোসাইনের সমন্বয়ে, কবি সামীম আহমেদ খানের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমান। শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও লেখক কাদের পলাশ, ম. নূরে আলম পাটওয়ারী, সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক, লেখক এইচএম জাকির, আদি বাংলার প্রকাশক আরিফ রাসেল, কবি দেওয়ান মাসুদ রহমান, জাহিদ নয়ন, কবির হোসেন মিজি, মোখলেছুর রহমান ভূঁইয়া, মনিরুজ্জামান বাবলু, আরিফুল ইসলাম শান্ত, সাদ আল আমিন, সামিয়া আলম প্রমুখ। আয়োজনে প্রবাস থেকে যুক্ত ছিলেন কবি জমির হোসেন ও জাহাঙ্গীর আলম হৃদয়। এছাড়া যুক্ত ছিলেন লেখক তৃপ্তি সাহা। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কবি ও লেখক সামীম আহমেদ খান।

সর্বাধিক পঠিত