• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আজ চাঁদপুর আসছেন

প্রকাশ:  ৩০ মার্চ ২০২৪, ১২:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি একদিনের সফরে আজ চাঁদপুর আসছেন। তিনি আজ সকাল ১০টায় ঢাকাস্থ মন্ত্রীর বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সার্কিট হাউজে এসে উপস্থিত হবেন। দুপুর ১টায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে তার মরহুম মায়ের কবর জিয়ারত করবেন, দুপুর ২টায় বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুকের মেয়ের কবর জিয়ারত, বিকেল ৩টায় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অনিক সরকারের উদ্যোগে চাঁদপুর শহরস্থ রসুইঘর রেস্তোরাঁয় দরিদ্র অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ, বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানীর উদ্যোগে দরিদ্র অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, বিকেল সাড়ে ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা কৃষক লীগের পরিচিতি সভা ও বৃক্ষরোপণ, সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেসক্লাব মাঠে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পূর্ণয়’-এর আয়োজনে ইফতারে অংশগ্রহণ এবং সবশেষে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের স্বাক্ষরে মন্ত্রীর এ কর্মসূচি জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত