• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহমাহমুদপুর মোল্লার বাজারে আইয়ুব আলী বেপারীর গণসংযোগ

প্রকাশ:  ৩০ মার্চ ২০২৪, ১২:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইয়ুব আলী বেপারী চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মোল্লার বাজার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। ২৯ মার্চ শুক্রবার বিকেল ৫টায় উত্তর পাইকদী জাবলে নূর ফোরকানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় তিনি হাফেজ ও এতিমদের সাথে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। মোল্লার বাজার সংলগ্ন মসজিদ ও এতিমখানায় আসরের নামাজ আদায় করে মুসল্লিদের কাছে দোয়া  চান এবং শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী। এ সময় তিনি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
আইয়ুব আলী বেপারী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। আগামীতে আধুনিক চাঁদপুর গড়ার ক্ষেত্রে আমি সকলের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করবো। আপনাদের দোয়া সমর্থন থাকলে আশা করি মানুষের জন্য কিছু করতে পারবো।
গণসংযোগকালে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর সাথে ছিলেন।

 

সর্বাধিক পঠিত