রেলওয়ে মাদানী দারুস সুন্নাহ মাদ্রাসায় চাঁদপুর রোটারী ক্লাবের ইফতার
২৯ মার্চ শুক্রবার চাঁদপুর বড় স্টেশনস্থ রেলওয়ে মাদানী দারুস সুন্নাহ মাদ্রাসায় চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে বিকেল সাড়ে ৫টায় বড় স্টেশন হিলশা কিচেন রেস্টুরেন্টে ক্লাবের ২৫৯৬তম নিয়মিত সভা ও ৩৯তম সেশন সভা রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন পিএইচএফ-এর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। রোটারী প্রত্যয় পাঠ করেন ক্লাবের সার্জেন্ট অ্যাট আর্মস রোটাঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন ক্লাব ফ্যাসিলেটেটর রোটাঃ পিপি তমাল কুমার ঘোষ, রোটাঃ মাহবুবুর রহমান সুমন ও রোটাঃ গাজী মহসীন কাদের। উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম পিএইচএফ, সহ-সভাপতি রোটাঃ মোঃ মোস্তফা ফুল মিয়া পিএইচএফ, রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার আরএফএসএম, সিনিয়র সদস্য রোটাঃ তোফায়েল আহমেদ শেখ পিএইচএফ, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ গোপাল চন্দ্র সাহা পিএইচএফ, সদস্য রোটাঃ মোঃ মাঈন উদ্দিন আরএফএমএস, রোটাঃ মোঃ ফয়সাল আহমেদ ফরাজী আরএফএসএম, রোটাঃ রুবেল মিয়াজী শোভন আরএফএসএম, রোটাঃ ছাদেক হোসেন হৃদয় আরএফএসএম প্রমুখ।
নিয়মিত সভার পরে রোটাঃ মোঃ মোস্তফার আতিথেয়তায় রেলওয়ে মাদানী দারুস সুন্নাহ মাদ্রাসায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওঃ সিরাজুল ইসলাম।