• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল

প্রকাশ:  ২৫ মার্চ ২০২৪, ০৯:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমিতির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমদ মজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল। আলোচনা শেষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা ইউনুস দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।