চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত’র বাবার ইন্তেকাল
প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ১৩:১৭
স্টাফ রিপোর্টার
প্রিন্ট
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত’র বাবা মোঃ হাবিবুল্লা (১০৫) আর বেঁচে নেই। তিনি ৭ মার্চ বৃহস্পতিবার ভোর ৫টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজার জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তিনি ওই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ছারছীনা দরবার শরীফের একজন মুরিদ ছিলেন। তার মৃত্যুতে চাঁদপুর শহরসহ নিজ গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে।
মোঃ হাবিবুল্লা মৃত্যুকালে স্ত্রী ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজায় সকল ধর্মপ্রাণ ভাইদেরকে শরিক হতে অনুরোধ জানিয়েছেন মরহুমের ছেলে শাহাদাত হোসেন শান্ত।