• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন

প্রকাশ:  ০৫ মার্চ ২০২৪, ১২:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। ংপযড়ড়ষ ংরমযঃ ঃবংঃরহম ঢ়ৎড়মৎধস (ংংঃঢ়)-এর আওতায় চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ৪ মার্চ সোমবার রূপসা দক্ষিণ ইউনিয়নের আলী নূর হোসাইনীয়া আলিম মাদ্রাসায় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম। চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি টিম শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাফিজ, মাওঃ গিয়াস উদ্দিন, আনোয়ার হোসেন খন্দকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম বলেন, উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এই চিকিৎসা সেবা দেয়া হবে। আজ আমরা এই দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযেগিতায় আমরা শিশুদের চক্ষু বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে চাই। ইদানিং মোবাইল ফোনের আসক্তির কারণে শিশুদের চোখের ক্ষতি হচ্ছে। এই চিকিৎসা সেবার মাধ্যমে কর্মরত চিকিৎসক চোখের পরীক্ষা, ঔষধ প্রদান ছাড়াও সচেতনতা বিষয়ক কাজ করবেন।

 

সর্বাধিক পঠিত