• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাজারগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও হামির উদ্দিন পাটোয়ারী বাড়ির রাজারগাঁও বাজারের টিন ব্যবসায়ী মোঃ আবু তাহের পাটোয়ারী ও দক্ষিণ  পশ্চিম রাজারগাঁও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তারের ছোট ছেলে মোঃ আবদুর রহমান (২) বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ২৫ ফেব্রুয়ারি সকালে এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করতে যায় শিশু আবদুর রহমান। খেলা করতে গিয়ে শিশুটি পানিতে পড়ে গেলে সাথের অন্য শিশু এসে পারিবারের সদস্যদেরকে খবর দিলে তাড়াতাড়ি গিয়ে পানি থেকে উঠিয়ে রাজারগাঁও বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার শিশু আবদুর রহমানকে মৃত ঘোষণা করেন।