• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা কারাগারে মাদক বিরোধী আলোচনা সভা

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। এ সময় ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ প্রতিপাদ্যে জেলখানায় কারাবন্দীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদসহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা।
জেলা প্রশাসক কামরুল হাসান জেল সুপারসহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তা এবং বন্দীদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি মাদকের ক্ষতিকর ও কুফল সম্পর্কে বন্দীদের অবহিত করেন এবং তারা যেন কারামুক্তি লাভ করার পর ভবিষ্যতে মাদক ব্যবসা বা মাদক সেবনের সাথে যুক্ত না হয়ে সমাজে স্বাভাবিক জীবন-যাপনে ফিরে আসেন সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

সর্বাধিক পঠিত