শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপনে চাঁদপুর মডেল থানায় মতবিনিময় সভা
সরস্বতী পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন করার লক্ষ্যে চাঁদপুর মডেল থানায় ১২ ফেব্রুয়ারি সোমবার রাতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ মুহসীন আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক মির, জেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, রনজিত সাহা মুন্না, ডাঃ পিযুষ সাহা, কৃষ্ণ সাহা প্রমুখ। বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজা পরের দিন ১৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় হাসান আলী মাঠে একত্রিত হবে পূজারীরা। সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে কালীবাড়ির মোড় হয়ে হাজী মহসীন রোড, নতুনবাজার হয়ে কালীবাড়ি মোড়ে এসে যার যার পূজা মণ্ডপের প্রতিমাসহ মণ্ডপে চলে যাবে। পূজাকে সুন্দরভাবে উদ্যাপন করার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা থাকার কারণে পূজারীবৃন্দকে আহ্বান করা হয়েছে সীমিত আকারে বাদ্য বাজানোর জন্যে।