• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে বিদ্যালয়ের হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি)  আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ)  রফিকুল ইসলাম বীর উত্তম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. মাহবুব উল আলম লিপন ও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে।   
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ,  জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি মোঃ মনির, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ মোঃ আবু ছাইদ।