• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিষ্ণুপুর ইউনিয়নে তথ্য অফিসের উঠোন বৈঠক

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ, ২০২৩-২৪)-এর আওতায় ৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জাবেদ মেম্বার বাড়িতে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারীর সভাপতিত্বে উঠোন বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা তথ্য অফিসার মোঃ সুলতান আহমেদ, ইউপি মেম্বার শাহ মোঃ জাবেদ প্রমুখ।
উঠোন বৈঠকে সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, ডেঙ্গু প্রতিরোধ, মাদক পাচার ও ব্যবহার প্রতিরোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার প্রতিরোধ, যৌন হয়রানি প্রতিরোধ, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধ, অটিজম, তথ্য অধিকার আইন-২০০৯ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
উঠোন বৈঠকে শতাধিক নারী, শিশু, কিশোর-কিশোরী ও পুরুষ উপস্থিত ছিলেন।