সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষে
চাঁদপুর জেলা প্রশাসন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের কম্বল বিতরণ
সারাদেশে হাড় কাঁপানো শীতে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। তীব্র শীতে সব থেকে বেশি বিপাকে পড়েছে হতদরিদ্র মানুষেরা। জীবিকার টানের পাশাপাশি তীব্র শীতে কষ্টে রয়েছে তারা।
সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষ থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৪ জানুয়ারি রোববার চাঁদপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষদের কিছুটা উষ্ণতা দিতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত ব্যক্তিদের গায়ে কম্বলে জড়িয়ে দেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অপু কুমার বিশ্বাস।
এ সময় অপু কুমার বিশ্বাস বলেন, শীতের তীব্রতায় বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ-ব্যাধি। তাই মানবিক কারণে সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসনের প্রচেষ্টায় শীতার্ত মানুষের মাঝে কম্বলগুলো দিতে পেরেছি। আমরা যারা রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল মানুষ আছি, আমরা যদি এভাবে এগিয়ে আসি, তাহলে এসব মানুষ কিছুটা হলেও শীতের তীব্রতা থেকে রক্ষা পাবে।
কম্বল পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে একজন বলেন, এবার অনেক শীত পড়লেও কেউ আমাদের কম্বল দেয়নি। অপু ভাই প্রথম আমাদের জন্যে শীতের নতুন কম্বল নিয়ে এসেছেন। কম্বল পেয়ে আমরা অনেক খুশি।