• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সদর উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলীর ব্যাপক গণসংযোগ

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০২৪, ১২:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে নেমেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারি। তবে লক্ষ্য চেয়ারম্যান নির্বাচন। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। আর এ লক্ষ্যে তিনি তাঁর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে নেমেছেন।
আইয়ুব আলী বেপারির নিজ (পৈত্রিক বাড়ি) ইউনিয়ন ৯নং বালিয়া ইউনিয়ন দিয়ে তিনি গণসংযোগ শুরু করেন। এরপর তিনি পর্যায়ক্রমে চান্দ্রা, বাগাদী ও শাহমাহমুদপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এসব ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা গণসংযোগ করেন। গণসংযোগে তাঁর সাথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং ইউপি চেয়ারম্যানরা  ছিলেন। এসব গণসংযোগে সাধারণ মানুষদের দেখা গেছে যে তাঁর প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন দিতে। মানুষের এমন সাড়া দেখে আইয়ুব আলী বেপারিও খুশি।
তিনি এক প্রতিক্রিয়ায় জানান, আমি তৃণমূলে গণসংযোগ করতে এসে সাধারণ মানুষের যে সাড়া পাচ্ছি তাতে আমি বেশ আশাবাদী। সদর উপজেলায় চেয়ারম্যান পদে তিনি দলের সমর্থন পাবেন আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি দৃঢ়ভাবে আশাবাদী দল থেকে আমি সমর্থন পাবো। এবারের নির্বাচনে দল থেকে মনোনয়ন না দেয়ার বিষয়টি যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, তখনও আমি আশাবাদী দল থেকে আমাকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হবে। আমাদের অভিভাবক, মাননীয় সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আপার প্রতিটি নির্বাচনে আমি নিবিড়ভাবে কাজ করেছি। আমি তাঁর পরীক্ষিত কর্মী। আমার দৃঢ় বিশ্বাস আমি তাঁর সমর্থন পাবো। সর্বোপরি আমি দলের সকলকে নিয়ে কাজ করবো।
আইয়ুব আলী বেপারি ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। প্রথমে তিনি চাঁদপুর পৌরসভার সাবেক ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ দিয়ে তাঁর নেতৃত্বের রাজনীতি শুরু হয়। এরপর তিনি পর্যায়ক্রমে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য, জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সহ-সভাপতি ও সর্বশেষ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য।

সর্বাধিক পঠিত