• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে দুই হাসপাতাল সিলগালা ও ফার্মেসীকে জরিমানা

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই হাসপাতালের একটি সিলগালা করেছে এবং অপর একটি সিলাগালা করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করেছে। ২২ জানুয়ারি সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সোমবার দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কয়েকটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করে। এ সময় ইসলামিয়া হাসপাতালের লাইসেন্স না থাকায় সিলগালা এবং রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারস্থ স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে লাইসেন্স না থাকায় সেটিকেও সিলগালা করে দেয়। এছাড়া ওই হাসপাতালের অভ্যন্তরস্থ ফার্মেসীর লাইন্সেস না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার বলেন, অবৈধভাবে হাসপাতাল পরিচালনা করে আসছিলো এই দুটি প্রতিষ্ঠান। লাইসেন্স না নিয়ে অবৈধভাবে পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে এসব প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা করা হয়।
এ সময় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ মাকসুদুর রহমান, সহকারী সার্জন ফয়সাল হাসান, স্যানিটারী পরির্দশক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।