• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আবদুল করিম পাটওয়ারীর ২৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২৪, ১৩:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাবেক গণপরিষদ সদস্য ও চাঁদপুর পৌরসভার দুবারের নির্বাচিত চেয়ারম্যান, চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম আবদুল করিম পাটওয়ারীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২১ জানুয়ারি মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মরহুমের বাড়ির সামনে তালতলাস্থ পাটওয়ারী বাড়ি জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয় এবং মরহুমের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করা হয়।
গতকাল বাদ আসর মিলাদ ও দোয়ানুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডঃ মোঃ রুহুল আমিন ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবদুস সালাম।
অনুষ্ঠানে মরহুম আব্দুল করিম পাটওয়ারীর জ্যেষ্ঠ পুত্র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও পেশাজীবী নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত