স্বপ্নতরুর শীতবস্ত্র বিতরণ
‘মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ’ স্লোগানে স্বপ্নতরুর উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৯ জানুয়ারি শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমন। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, এএইচএম আহসান উল্লাহ, এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ও স্বপ্নতরু সামাজিক সংগঠনের সাবেক সভাপতি শরীফুল ইসলাম।
এরপরেই স্বপ্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা চাঁদপুর কালীবাড়ি রেলওয়ে স্টেশনে ও ওয়্যারলেস মোড়ে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তারা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রিকশা ও অটোরিকশা চালকদের মাঝে কানটুপি বিতরণ করেন।
উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্য আপন হোসাইন মানিক, সাংবাদিক সুমন, সামাজিক সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক মিশু সানজিদা, সাংগঠনিক সম্পাদক রিয়াদ শাওন, প্রচার সম্পাদক সাইম পাটোয়ারী, সজিবুর রহমান শেখ (অনিক), শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক এমরান গাজী প্রমুখ।