• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের ওয়্যারলেসে ইয়াবাসহ আটক ১

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০২৪, ১০:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে ১ হাজার ৫৬০ পিচ ইয়াবাসহ মোঃ খোকন মিজি (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় চাঁদপুর পৌর ১৩নং পৌর ওয়ার্ডের ওয়্যারলেস মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে খোকনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম।
জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৮শ’ টাকা। আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম জানান, চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সর্বাধিক পঠিত