কচুয়ায় পানিতে ডুবে মৃত দুই শিশুর পরিবারের পাশে উপজেলা প্রশাসন
কচুয়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের সন্তানের করুণ মৃত্যুর ঘটনায় মৃত দুই শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন কচুয়া উপজেলা প্রশাসন। এই মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে ১৫ জানুয়ারি সকালে উপজেলার কালচোঁ তালুকদার বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন শোকাহত পরিবারের খোঁজ-খবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করেন।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, ইউপি সদস্য মোঃ বাচ্চু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালচোঁ তালুকদার বাড়িতে পুকুরে পানিতে ডুবে দুই ভাইয়ের দুই ছেলের করুণ মৃত্যু হয়।