• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২৪, ১৩:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর। ৮ জানুয়ারি সোমবার দুপুরে আলীগঞ্জ এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন।
তিনি বলেন, হাজীগঞ্জের আলীগঞ্জ এলাকায় নোংরা পরিবেশের কারণে বেকারী ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করে হাজীগঞ্জ মডেল থানা পুলিশ।

 

সর্বাধিক পঠিত