• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে হরতাল সমর্থকদের হামলায় তিন সাংবাদিক আহত

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তিতে হরতাল সমর্থকদের হামলায় সাংবাদিক আহত হয়েছেন। ৭ জানুয়ারি রোববার সকাল ১০টায় উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার সময় একদল হরতাল সমর্থক স্থানীয় চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আসার পথে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের সাথে সংঘর্ষে জড়ায়। এ ঘটনার ছবি তুলতে গেলে আক্রমণকারীরা সাংবাদিকদের উপর চড়াও হয়। এ সময় তাদের ছোড়া কাচের বোতল ও ইটের আঘাতে ৩ সাংবাদিক আহত হন। আহতরা হলেন দৈনিক কালবেলার প্রতিনিধি স্বপন কর্মকার মিঠুন, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ জামাল হোসেন ও আলোকিত চাঁদপুর পত্রিকার প্রতিনিধি মোঃ হাসানুজ্জামান।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, স্ট্রাইকিং ফোর্স ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা স্থানীয় শোরসাক বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন জানান, হামলাকারীরা বিএনপি ও জামায়াতের সমর্থক। তারা নির্বাচন বানচালের জন্যে এ হামলা চালিয়েছে।

 

সর্বাধিক পঠিত