• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে চেয়ার প্রতীকের সমর্থনে মিছিল ও পথসভা

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ বাজারে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থীর সমর্থনে চেয়ার প্রতীকের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার বেলা ২টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে মিছিলটি বের হয়। দলের চেয়ারম্যান ও চেয়ার প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর নেতৃত্বে মিছিলটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের প্রায় এক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে।
এরপর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর হাজীগঞ্জ উপজেলা সভাপতি রোটাঃ জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে হাজীগঞ্জ বাজারস্থ শেখ সিটি শপিং কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী ও মোহাম্মদ আলী নকশেবন্দী। উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেনের উপস্থাপনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন পৌর সেক্রেটারি মহিউদ্দিন আল আজাদ প্রমুখ।
এ সময় নেতা-কর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে হাজীগঞ্জ বাজারসহ পথসভাস্থল। তারা ব্যানার, পেস্টুন ও পোস্টার নিয়ে মিছিল ও পথসভায় অংশ নেয়। মিছিলে কয়েক শতাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।