চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সাবেক সেক্রেটারী শফিক মাহমুদ আর বেঁচে নেই
চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সাবেক উচ্চমান সহকারী মোঃ শফিকুল ইসলাম (শফিক মাহমুদ) আর বেঁচে নেই। ১৭ ডিসেম্বর রোববার রাত দশটার সময় পুরাণবাজার লোহারপুল ছৈয়াল বাড়ির নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসায় তাকে ভারতেও নেয়া হয়েছিলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে, ভাই-বোনসহ অনেক আত্মীয়-স্বজন-বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
সোমবার বেলা ১১টায় বাড়ির কাছে মদিনা মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজপূর্বক মরহুমের রুহের মাগফেরাত কামনা ও সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। জানাজায় এলাকাবাসী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ, মরহুমের আত্মীয়-স্বজনসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন মরহুমের ছোট ভাই চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
শফিক মাহমুদ চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মরহুম রফিক মাহমুদ, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম মক্কু ও শ্রমিক নেতা মাহবুব ছৈয়ালের মেজো ভাই।