• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রেমে ব্যর্থ কলেজ শিক্ষার্থীর আত্মহনন!

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকায় রিপা সরকার (২৩) নামে কলেজ শিক্ষার্থী প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
১৩ ডিসেম্বর বুধবার সকালে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে ১২ ডিসেম্বর দুপুরে শহরের গুয়াখোলা রোডের জনৈক শুক্কুর মাস্টারের ভাড়াবাসায় রিপা সরকার আত্মহনন করেন। খবর পেয়ে সেখান থেকে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং রাতে তার মরদেহ ময়না তদন্তের জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, প্রয়াত বিশ^নাথ সরকারের কলেজ পড়ুয়া মেয়ে রিপা সরকারের সাথে স্থানীয় এক যুবকের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিলো। ওই প্রেমিক যুবক ক’দিন পূর্বে বিয়ে করে। এ নিয়ে রিপা সরকার ও প্রেমিক যুবকের মধ্যে মান-অভিমান চলে। এরই মধ্যে রিপা সরকার নিজ ভালোবাসায় ব্যর্থ হয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়দের ধারণা।
এদিকে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে রিপা সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। রিপা সরকার চাঁদপুর কলেজে মাস্টার্সে পড়তো বলে তার পরিবার সূত্রে জানা যায়। এক বোন এক ভাইয়ের মধ্যে বড় ছিলো রিপা।
স্থানীয়রা আরো জানায়, রিপা সরকারের বাবা বিশ^নাথ সরকার গত ১০ বছর পূর্বে একইভাবে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলো। তার স্ত্রী জোসনা সরকার স্বামীর মৃত্যুর পর মানুষের বাসা-বাড়িতে কাজ করে ছেলে-মেয়েকে বড় করে তোলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম জানান, গুয়াখোলা রোড এলাকায় একটি আত্মহত্যার খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

সর্বাধিক পঠিত