• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে ইউএনও হিসেবে তাপস শীলের যোগদান

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তাপস শীল যোগদান করেছেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রশাসন ক্যাডারে যোগদানের পর তাপস শীল প্রথমে রাঙ্গামাটি জেলায় প্রবেশনারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে গত বছর থেকে কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি ইসির নির্দেশনা অনুযায়ী, দেশের ১১০ উপজেলার ইউএনও বদলির কার্যক্রমের অংশ হিসেবে তিনি হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন।
তাপস শীল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ৩৪তম বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করে বর্তমানে কৃষি অধিদপ্তরের অধীনে রাজধানীর খামারবাড়িতে কর্মরত।
এক প্রতিক্রিয়ায় তাপস শীল চাঁদপুর কণ্ঠকে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে হাজীগঞ্জ উপজেলায় যোগদান করেছি। যতোদিন থাকবো সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলাবাসীর উন্নয়ন ও সমৃদ্ধিকরণ ততোদিন কাজ করবো। এজন্যে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।