• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে পিঁয়াজের বাজারে প্রশাসনের মনিটরিং

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 পিঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে হাজীগঞ্জ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা করেছে উপজেলা প্রশাসন। ১২ ডিসেম্বর মঙ্গলবার হাজীগঞ্জ বাজারস্থ হলুদ পট্টিতে মসল্লার পাইকারি আড়ৎগুলো এবং বাজারের খুচরা দোকানে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক।
জানা যায়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধে হাজীগঞ্জ বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পাইকারি ও খুচরা বাজারের কাঁচা-পাকা ভাউচারসমূহ পর্যবেক্ষণ এবং যারা সঠিকভাবে ভাউচার সংরক্ষণ করেনি তাদেরকে সতর্ক করেন।
একই সঙ্গে অধিক লাভের আশায় কেউ যেন উচ্চমূল্যে পিঁয়াজ বিক্রি এবং বিধি-বহির্ভূতভাবে পিঁয়াজ মজুদ না করার বিষয়ে সতর্ক করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক। মনিটারিং কার্যক্রম পরিচালনার কাজে সহযোগিতা করেন উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল আলমের নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় অন্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত