• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে শিক্ষক-কর্মচারীর বিদায় সংবর্ধনা

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হরিশ চন্দ্র সাহা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল আলম পাঠান ও নৈশপ্রহরী শাহ আলামের অবসরজনিত বিদায় সংবর্ধণা দেয়া হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক সচিব মোঃ শাহ কামালের পরামর্শক্রমে ও কলেজের অধ্যাপক অমল চন্দ্র দেবনাথকে আহ্বায়ক করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অধ্যাপকগণের ও কর্মচারীদের আয়োজনে গত ১১ ডিসেম্বর কলেজের হলরুমে আলোচনা সভা, সংবর্ধনার ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আবেদীন চৌধুরীর সভাপ্রধানে পরিসংখ্যান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফরিদা ইয়াছমিনের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেএম শাহাজাহান প্রধানীয়া। বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মোঃ আবু হানিফ, কলেজের অধ্যাপক মোঃ আরশাদ উল্যাহ, সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল উদ্দিন, বিদায়ী অধ্যাপক হরিশ চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক মাহাবুব হাসান, সহকারী শিক্ষক মাহাবুবুল আলম, নাসিরকোট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম ও প্রাক্তন ছাত্র ব্যাংকার আবু বকর পাটওয়ারী।
এ সময় কলেজের অধ্যাপক, কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত