আন্তর্জাতিক মানবাধিকার দিবসে চাঁদপুরে বিএনপির মানববন্ধন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি মানববন্ধন করেছে। ১০ ডিসেম্বর রোববার সকালে চাঁদপুর সদর চান্দ্রা বাজার থেকে চান্দ্রা চৌরাস্তা এলাকায় কেন্দ্র ঘোষিত জেলা পর্যায়ের এ মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হয়।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও গায়েবী মামলায় কারারুদ্ধ নেতা-কর্মীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সমগ্র দেশে বিএনপির নেতা-কর্মীদের ঢালাওভাবে গণগ্রেফতার ও গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
মানববন্ধনে অংশ নেয়া বিএনপি নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তাফসিল বাতিলসহ অবিলম্বে চাঁদপুর জেলা বিএনপির গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টায় শুরু হয়ে সাড়ে নয়টার মধ্যে আধাঘন্টা শান্তিপূর্ণভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি নেতা-কর্মীরা চলে যায়।