• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে চাঁদপুরে বিএনপির মানববন্ধন

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২৩, ১২:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি মানববন্ধন করেছে। ১০ ডিসেম্বর রোববার সকালে চাঁদপুর সদর চান্দ্রা বাজার থেকে চান্দ্রা চৌরাস্তা  এলাকায় কেন্দ্র ঘোষিত জেলা পর্যায়ের এ মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হয়।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও গায়েবী মামলায় কারারুদ্ধ নেতা-কর্মীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সমগ্র দেশে বিএনপির নেতা-কর্মীদের ঢালাওভাবে গণগ্রেফতার ও গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
মানববন্ধনে অংশ নেয়া বিএনপি নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তাফসিল বাতিলসহ অবিলম্বে চাঁদপুর জেলা বিএনপির গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টায় শুরু হয়ে সাড়ে নয়টার মধ্যে আধাঘন্টা শান্তিপূর্ণভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি নেতা-কর্মীরা  চলে যায়।