• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের রোটারিয়ান বাবুলাল কর্মকার আর বেঁচে নেই

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরের বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক, নিউ বিকে জুয়েলার্সের স্বত্বাধিকারী, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান বাবুলাল কর্মকার আর বেঁচে নেই। তিনি গত ৮ ডিসেম্বর শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে চাঁদপুর শহরের পুরাণ আদালত পাড়াস্থ তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। ('দিব্যান্ লোকান স্ গচ্ছতু')। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যু সংবাদে জনপ্রতিনিধিসহ শুভানুধ্যায়ী অনেকেই তাঁর বাড়ি ছুটে যান তাঁকে শেষবারের মত এক নজর দেখার জন্যে। প্রিয়জনকে হারিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এই সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এদিন রাতেই চাঁদপুর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
বিভিন্ন মহলের শোক
রোটারিয়ান বাবুলাল কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশপূর্বক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি অ্যাডঃ  শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ও সাধারণ সম্পাদক রোটাঃ উজ্জ¦ল হোসাইন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি এমরান হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদা আক্তার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি), চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পর্ষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র দাস, চাঁদপুর জুয়েলার্স সমিতির সভাপতি মোঃ মোস্তফা (ফুল মিয়া), সাধারণ সম্পাদক মানিক পোদ্দারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা শোক বার্তায় বলেন, বাবুলাল কর্মকার একজন মানবিক মানুষ ছিলেন। তিনি মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়িয়েছেন নীরবে, নিঃস্বার্থে। মানব দরদী এই মানুষটিকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন সেজন্যে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানাই।