• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সেন্ট্রাল ইনার ক্লাবের উদ্যোগ ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০২৩, ১১:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২৯ নভেম্বর বুধবার ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল (ডিস্ট্রিক্ট-৩২৮ বাংলাদেশ)-এর আয়োজনে চাঁদপুর শহরের পীর মোহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে জরায়ু মুখের ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক  সচেতনতামূলক সেমিনার করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর সভাপতি রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে জরায়ু মুখের ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক আলোচনা তুলে ধরেন। তিনি এ ক্ষেত্রে নারীদের সময়মতো টিকা ও স্বাস্থ্যের সঠিক নিয়মকানুন মেনে চলার ওপর আলোকপাত করেন। তিনি সকলকে আলোচ্য বিষয়ে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে অবগত করেন।
সংগঠনের সভাপতি মিতু আক্তারের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি তাছলিমা সুলতানা মুন্নীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি (আইপিপি) রোটাঃ মাহমুদা খানম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সেক্রেটারী আফরোজা পারভীন।
উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মুক্তা পীযূষ, ট্রেজারার নাসরিন আক্তার, সদস্য প্রীতি রাণী সাহা, বিদ্যালয়ের শিক্ষিকা মৃদুলা সাহাসহ শিক্ষার্থীবৃন্দ।

 

সর্বাধিক পঠিত