• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পালবাজার ও কদমতলা পৌর সুপার মার্কেটে এসটি লাইন সংযোগ

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর পৌরসভার পালবাজার ও কদমতলা পৌর সুপার মার্কেট ও আবাসিক ভবনে উচ্চ ক্ষমতাসম্পন্ন এসটি লাইনের বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি স্থাপনায় এ সংযোগ প্রদান করে চাঁদপুর বিদ্যুৎ বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূঁইয়া, সহকারী প্রকৌশলী শাহরিয়ার আজাদ, কুমিল্লা বিদ্যুৎ জোন অডিট ইউনিটের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান ও চাঁদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ নূরুল আমিন।
জানা যায়, চাঁদপুর বিদ্যুৎ বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলীর আপ্রাণ চেষ্টায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সুপার হাই ভোল্টেজ লাইনের নতুন এ সাব-স্টেশন স্থাপন করে চাঁদপুর পৌরসভা। ফলে এখানে বিদ্যুৎ বিভ্রাট হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চাঁদপুর পৌরসভা নির্বাহী প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা জানান, এখানে আগে এসটি লাইন ছিলো না। পৌরসভার অর্থায়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত