চাঁদপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী
‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রতিপাদ্যে চাঁদপুরে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে আইডিইবি চাঁদপুর জেলা শাখা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি চাঁদপুরের অধ্যক্ষ প্রকৌশলী ড. মোঃ সাকাওয়াৎ আলী।
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্যে প্রত্যেক পেশার লোকদেরকেই দক্ষতা অর্জন করা দরকার। আমাদেরকে নতুন উদ্ভাবনের দিকে নজর দিতে হবে। আমাদের দেশের জনগণই হচ্ছে সম্পদ। এই জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এগিয়ে যাবো। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করি।
সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রকৌশলী মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আলী নূর।
সভাশেষে একটি বর্ণাঢ্য র্যালি সদর উপজেলা পরিষদের সামনে থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হয়ে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।