• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশ:  ২৬ অক্টোবর ২০২৩, ১০:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ায় মাননীয় শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর পরিষদ, এনএসআই, ডিজিএফআই, বিজিবি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সম্পাদক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, কমিউনিটি পুলিশিংসহ চাঁদপুর জেলাবাসীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
নেতৃবৃন্দ এক বার্তায় বলেন, আবহমানকাল থেকে সনাতন ধর্মাবলম্বীগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবসহ সকল ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন নির্বিঘ্নে। শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনে এবছরও তার ব্যত্যয় ঘটেনি। আমরা বিশ্বাস করি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকল শান্তিপ্রিয় মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন এবং সহযোগিতার কারণেই এই বছর শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমরা এজন্যে জেলা পুজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি, চাঁদপুরে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে আগামীতেও আমাদের ধর্মীয় উৎসবসমূহে এমনি করে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ চাঁদপুর পৌর পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, বিসর্জন চলাকালীন পৌর পূজা উদ্যাপন পরিষদ যেভাবে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে তা খুবই প্রশংসনীয়। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।