• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় ঢেউটিন ও চেক বিতরণ

প্রকাশ:  ২২ অক্টোবর ২০২৩, ০৯:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ১শ’ হতদরিদ্র অসহায় ও প্রতিবন্ধীর মাঝে জনপ্রতি ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬  হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আমি মনে করি, আরো একশ’ জন আছে হতদরিদ্র ও অসহায়। আমি অচিরেই আরো একশ’ জনকে ঢেউটিন দেয়ার ব্যবস্থা করবো। আমরা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্যে আমাদের তরফ থেকে যা করণীয় তা করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে আপনারা আমার প্রতি আস্থা রাখুন। বিগত দিনে আমি যেভাবে কচুয়াকে আধুনিক কচুয়ায় রূপান্তরিত করেছি, আপনারা পাশে থাকলে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জাতীয় নির্বাচন আসন্ন। এ নির্বাচনে যারা জনগণের উন্নয়নে পাশে থেকেছেন তাদেরকে আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করুন। হঠাৎ কিছু লোক কচুয়াতে জনসেবা করতে এসেছে, তাদের বলবো, জনগণের কল্যাণে মঙ্গলের জন্যে আগে কাজ করুন। তাহলেই বুঝবো আপনারা জনসেবা করতে এসেছেন। তিনি শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় হতদরিদ্র অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহিদ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না প্রমুখ।

সর্বাধিক পঠিত