• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘আমার চোখে বঙ্গবন্ধু’ প্রতিযোগিতায় প্রথম নাফিসা

প্রকাশ:  ২০ আগস্ট ২০২৩, ০৯:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ১ মিনিটের ভিডিও চিত্র ‘আমার চোখে বঙ্গবন্ধু’ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নাফিসা তাবাসসুম। তার পিতা মোঃ দেলোয়ার হোসেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার মা ডাঃ ফাতেমা বেগম (ডি.এইচ.এম.এস.)।
মঙ্গলবার চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নাফিসা তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, নৌ পুলিশ সুপার মোহাম্মদ  কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
মতলব মডেল সপ্রাবির প্রধান শিক্ষক সুইটি শিরিন বলেন, ‘আমার চোখে বঙ্গবন্ধু’ ১ মিনিটের ভিডিও চিত্র প্রতিযোগিতায় নাফিসা তাবাসসুম প্রথম স্থান অর্জন করে আমাদের বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে । দোয়া করি সে যেন ভবিষ্যতে আরো ভালো ফলাফল করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে।
নাফিসার পিতা মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমার মেয়ের সাফল্যে আমি আনন্দিত ও গর্বিত। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নাফিসার জন্যে সকলের নিকট দোয়া কামনা করছি।

 

সর্বাধিক পঠিত