• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বেনামের ফুড কালার ব্যবহার, ট্যাং কারখানার জরিমানা

প্রকাশ:  ২৮ জুলাই ২০২৩, ০০:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বেনামীয় কোম্পানীর ফুড কালার ব্যবহার করে ট্যাং তৈরি করায় ‘মাহির ফুড এন্ড বেভারেজ’ নামে প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর। বুধবার (২৬ জুলাই) বিকেলে ওয়্যারলেস বাজার সংলগ্ন মৃধা বাড়ি রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, কারখানার মালিক যে ফুড কালার দিয়ে ট্যাং তৈরি করছেন, তা কোন্ কোম্পানীর কিংবা ওই ফুড কালারের মেয়াদ আছে কি না তা দেখাতে পারেননি। যে কারণে জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

সর্বাধিক পঠিত