চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের কলার হস্তান্তর ও সুরক্ষা সামগ্রী বিতরণ
৭ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুর রোটারী ভবনে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ২০২৩-২৪ রোটারী বর্ষের কলার হস্তান্তর ও স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদায়ী সভাপতি ও সেক্রেটারী নবাগত সভাপতি রোঃ নাজমুর নাহার ও সেক্রেটারী ব্যভিন্টন দাশ কিরণকে কলার পরিয়ে দিয়ে ক্লাবের দায়িত্ব অর্পণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের নবাগত সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন পিএইচএফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমরা এখানে যে রোটার্যাক্টররা বসে আছো তারা প্রত্যেকেই চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের গর্বিত রোটার্যাক্টর, তোমাদের হাত ধরেই এই ক্লাব বহুদূর এগিয়ে যাবে। আজকে যারা দায়িত্ব পেলো তাদের জন্যে শুভ কামনা, তারা ক্লাবটিকে শুধু একটি বছর নিয়মিত সেবা দিয়ে যাবে। তোমরা এখানে নিজেদেরকে তৈরি করতে এসেছো। তোমরা শিখবে, লেখাপড়ার পাশাপাশি ভালো ভালো কাজ করবে আমার এই আশা থাকবে। আজকে তোমরা শিশুদের জন্যে যে সুরক্ষা সামগ্রী প্রদান করেছ, আমি তাতে অত্যন্ত খুশি হয়েছি। আমি তোমাদের পাশে সব সময় আছি, যে কোনো সহযোগিতায় আমাকে পাবে। আমার জন্যে দোয়া করবে।
বিশেষ অতিথি বলেন, আমি এই ক্লাবে এক সময় রোটার্যাক্টর ছিলাম, এখন আমি চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছি। অনেক স্মৃতিই উুঁকি দেয় এই ক্লাবকে নিয়ে। আমি ক্লাব থেকে অনেক কিছু শিখেছি। তোমরাও শিখবে, বুঝবে এবং অবশ্যই তোমরা ডিস্ট্রিক্ট প্রোগ্রামগুলোকে অংশগ্রহণ করবে, বিশেষ করে রায়লা। রায়লাতে অনেক কিছু শিখার আছে, রোটার্যাক্টিংয়ের আসল মজা বুঝতে পারবে। তোমাদের জন্যে শুভ কামনা।
অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (জোনাল রিপ্রেজেনটেটিভ) আইপিপি রোঃ মঞ্জুরুল আলম, এডিআরআর ও চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রোঃ আল-আমিন হোসেন, চাঁদপুর সেন্ট্রাল রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি জয় ঘোষ। ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোঃ রেজাউল ইসলাম রকি, রোঃ এনামুল ইসলাম সাব্বির, রোঃ দেলোয়ার হোসেন সুমন ও রোঃ নিলয় দে।
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ২০২৩-২৪ রোটারী বর্ষের কমিটির সদস্যরা হলেন : আইপিপি রোঃ শাহরিয়ার খান হিমেল, ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন, রোঃ আফজাল কাজী, রোঃ মোঃ নাজিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী রোঃ হালিমা তুজ সাদিয়া, রোঃ তারকনাথ পোদ্দার, রোঃ ওবায়েদুর রহমান, ট্্েরজারার রোঃ রাকিবুল ইসলাম, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ নিশাত বাসু, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোঃ শাহারা আলম প্রিয়া, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ জান্নাতুল ফেরদাউস, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ মোঃ শরীফ রহমান অর্ক, রোঃ ফিন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর রোঃ নাজমুল হোসাইন তুহিন, এডিটর রোঃ নাসরিন সুলতানা মিলি, বুলেটিন এডিটর রোঃ রাকিব খান, চীফ সার্জেন্ট রোঃ মোঃ বাহাউদ্দিন কবির ও সার্জেন্ট রোঃ তানজির হোসেন।