• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

ফরিদগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশ:  ২০ জুন ২০২৩, ১১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ। সোমবার (১৯ জুন) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নির্মম এ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিক নাদিম হত্যার মামলাটি বিশেষ আদালতে দ্রুত বিচার আইনে নিষ্পত্তি এবং চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানান নেতৃবৃন্দ।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপ্রধানে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, সাবেক সহ-সভাপতি এমকে মানিক পাঠান, আমান উল্লাহ আমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণ রবিদাস, এমরান হোসেন লিটন, জসিম উদ্দিন, গাজী মমিন, লিটন কুমার দাস, জাহিদুল ইসলাম, রুহুল আমিন খান স্বপন, মনির হোসেন, আবদুল কাদির, মেহেদী হাসান, মামুন হোসাইন, ফাহাদ খান, শামীম হাসান, এফএ মানিক ও শাখাওয়াত হোসেন মিন্টু।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। ডিজিটাল আইনের সংশোধন করে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়ে নেতবৃন্দ বলেন, দেশের সাংবাদিক সমাজ গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ চান না। অবিলম্বে দ্রুত বিচার আইনে বিশেষ ট্রাইব্যুনালে সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

সর্বাধিক পঠিত