• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘গাউসিয়া কমিটি মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ’

প্রকাশ:  ১৩ জুন ২০২৩, ০৯:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন গত ১০ জুন শনিবার সকালে প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশের মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ শাহজাদ ইবনে দিদারের উদ্বোধনে ও অধ্যাপক শাহজামাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব, বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডঃ মোছাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল, সাংগঠনিক সচিব আলহাজ্ব মাহবুব এলাহী সিকদার, চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মাঈনুউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য অধ্যাপক শাহজামাল তালুকদারকে সভাপতি, মুহাম্মদ হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক ও মাওলানা মোঃ হাসানুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক, আ.ন.ম. সাইফুল্লাহকে দাওয়াতুল খায়ের সম্পাদক ও নোমান আহমাদকে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলার গাউসিয়া কমিটির উপজেলা নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাদ জোহর মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ্ব শায়খ আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী।
প্রধান অতিথি  তাঁর বক্তব্যে বলেন, গাউসিয়া কমিটি তরিকত ভিত্তিক সংগঠন। এ সংগঠনটি দেশব্যাপী কাদেরিয়া তরিকার খেদমতের পাশাপাশি আর্তমানবতার কাজও চালিয়ে যাচ্ছে। সম্প্রতি করোনাকালীন মহাদুর্যোগ, সিলেটে বন্যা এবং চট্টগ্রামে কন্টেইনার বিস্ফোরণের পর গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবীরা নিজের জীবনবাজি রেখে মানবতার কাজে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তা অনন্য। তাই গাউসিয়া কমিটি মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ সংগঠন হিসেবে এখন বিশ^ব্যাপী সমাদৃত।

 

 

সর্বাধিক পঠিত