গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা
মতলব দক্ষিণে পারিবারিক কলহের জের ধরে সেলিনা বেগম (৩০) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত রোববার (৪ জুন) দিবাগত রাতে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়াকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
গত ৪ জুন রোববার দিবাগত রাতে সেলিনা বেগমের সাথে তার স্বামী কাউসারের কথা কাটাকাটি হয়। পরে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন ৫ জুন সকালে ঘুম থেকে উঠে পাশের রুমে ঘরের আড়ার সাথে সেলিনা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বামী কাউসার ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে সেলিনা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সেলিনা বেগমের ২টি কন্যা সন্তান রয়েছে।
এলাকার একাধিক ব্যক্তি জানান, অভাবের সংসার চালাতে গিয়ে প্রায় সময় স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকতো। স্বামী কাউসার কাঠমিস্ত্রির কাজ করতেন। আর সেলিনা বেগম এলাকার বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করতেন। কী কারণে সে আত্মহত্যা করেছে কেউ বলতে পারেন না।
মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। কী কারণে আত্মহত্যা করেছে ময়না তদন্তের পর জানা যাবে।