• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৫০ বছরের ইমামের জানাজা পড়লেন শত শত মুসল্লি

প্রকাশ:  ২৯ মে ২০২৩, ১৪:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পুরো ৫০ বছর ধরে ইমামতি করা আর হাজার হাজার মৃতের জানাজা পড়ানো হুজুর মাওলানা রুহুল আমিন আবুল খায়ের (৬৫) হুজুরের জানাজা পড়লেন শত শত মুসল্লি। হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের ২য় জানাজা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা মিজি বাড়িতে।
বাকিলা পূর্ব বাজার জামে মসজিদের ৫০ বছরের ইমাম ও খতিব মাওলানা আবুল খায়ের বাকিলা ফাজিল মাদ্রাসার আবরী মৌলভী পদে শিক্ষকতা করে সম্প্রতি অবসরে গেছেন। গত শনিবার রাত ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়ে, নাতি নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ পড়ান বাকিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক। জানাজার পূর্বে বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ও বোরখাল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান লিটন, বাকিলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান নয়ন, মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ, বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, মনিহার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা নাজির আহম্মদ, উচ্চঙ্গা দাখিল মাদ্রাসার সাবেক সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবু তাহের প্রমুখ।

 

সর্বাধিক পঠিত